হত্যা মামলার আসামীসহ নিষিদ্ধ সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Aug 4, 2025 - 15:52
 0  6
হত্যা মামলার আসামীসহ নিষিদ্ধ সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার
হত্যা মামলার আসামীসহ নিষিদ্ধ সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার

ঢাকার আশুলিয়া এবং মানিকগঞ্জে র‍্যাব-৪ এর পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিনজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা সৃষ্টির মতো গুরুতর অভিযোগ রয়েছে। ০৩ আগস্ট, রবিবার সন্ধ্যায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

র‍্যাব-৪ এর সাভার সিপিসি-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে মাশরিকুল ইসলাম ইমনকে (৩২) গ্রেপ্তার করা হয়। ইমন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, ঢাকা জেলা উত্তরের উপ-আইন বিষয়ক সম্পাদক এবং গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার সমন্বয়, আশুলিয়ার বাইপাইলে আলোচিত সুমন হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলার আসামি হওয়ার অভিযোগ রয়েছে।

অন্যদিকে, র‍্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসি-৩ পৃথক দুটি অভিযানে মানিকগঞ্জের ঘিওর থেকে আরও দুজনকে গ্রেপ্তার করে। তারা হলেন, নিষিদ্ধ যুবলীগের বালিয়াখোড়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি সমীর মৌলিক (৩৫) এবং পয়লা ইউনিয়ন শাখার সভাপতি মো. মাহামুদুল হাসান মুন্নু দেওয়ান (৪৫)। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা, নাশকতা ও বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি হওয়ার অভিযোগ রয়েছে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নিজ নিজ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow