সরাইলে ১৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে৷
সোমবার সন্ধ্যা সারে ৯ টার দিকে উপজেলার নোয়াগাও ইউনিয়নের বারিউড়া থেকে তাদেরকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন, মাধবপুর উপজেলার দেবনগর গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে রুবেল মিয়া (৩০) ও ভৈরব উপজেলার রাম শংকরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে বাদশা মিয়া (২৬)।
পুলিশ জানান, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলামের দিক নির্দেশনায় ও পুলিশ উপপরিদর্শক মো. ফারুক হোসেন, সহকারি উপ-পরিদর্শক রুবেল আকন্দ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার সকালে এসব মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেপ্তার করেন।
এ ব্যাপার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া