সম্মিলিত কবরস্থান বাস্তবায়নে তাফসীর মাহফিলের উদ্যোগ
পিরোজপুরের নাজিরপুরে প্রচলিত ওয়াজ মাহফিলের পাশাপাশি ব্যতিক্রমধর্মী ধারায় আয়োজন করা হয় মহাগ্রন্থ আল-কোরআনের তাফসীর মাহফিল। মানবতার শ্রেষ্ঠ সংবিধান আল-কোরআনের সার্বজনীন প্রচারে ধারাবাহিক এই তাফসীরুল কুরআন মাহফিল ব্যাপক সাড়া ফেলে স্থানীয় জনসাধারণের মাঝে।
শুক্র, শনি ও রবিবার—০৪, ০৫ ও ০৬ এপ্রিল—প্রত্যেক দিন বিকেলে ঐতিহ্যবাহী পশ্চিম বুইচাকাঠী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী এই তাফসীর মাহফিল। সম্মিলিত মুসলিম কবরস্থান বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা মাহবুবুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন রেজোয়ানুল হক মনির।
প্রথম দিনে সুরা আল-বাকারার ২২তম রুকু থেকে তাফসীর উপস্থাপন করেন মাওলানা মুফতী মোজাম্মেল মোনাওয়ার হোসাইন। পাশাপাশি তাফসীর মাহফিলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা করেন মাওলানা এমদাদুল হক।
দ্বিতীয় দিনে সুরা আল-বাকারার ২৩তম রুকুর তাফসীর তুলে ধরেন বিটিভি, এনটিভি ও এটিএন বাংলার খ্যাতিমান আলোচক মাওলানা গোলজার হোসাইন। এ দিন ‘আদর্শ সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা’ বিষয়ে বক্তব্য রাখেন মাওলানা মুহিব্বুল্লাহ।
তৃতীয় ও শেষ দিনে সুরা আল-বাকারার ২৪তম রুকুর তাফসীর পেশ করেন হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক। কবরের আজাব থেকে মুক্তি ও কবরস্থান সংরক্ষণের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনায় অংশ নেন হাফেজ মাওলানা কাওছার মাহমুদসহ আরও অনেকে।
এই তাফসীর মাহফিল এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে কোরআন চর্চার আগ্রহ আরও গভীর করে তোলে বলে আয়োজক কমিটি জানান।
What's Your Reaction?
আল-আমিন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ