শিক্ষার্থীদের গরমের থেকে মুক্তি, সভাপতির পক্ষ থেকে ফ্যান উপহার

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Apr 23, 2025 - 16:43
Apr 23, 2025 - 17:08
 0  11
শিক্ষার্থীদের গরমের থেকে মুক্তি, সভাপতির পক্ষ থেকে ফ্যান উপহার

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা রাণী পতিত পাবনী (আর পিপি) মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ৫টি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাম্মী আক্তার এই ফ্যানগুলো হস্তান্তর করেন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সহধর্মিণী।

বিদ্যালয় সূত্রে জানা যায়, চলমান প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষে ফ্যানের ঘাটতির কারণে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছিল। এই অবস্থা জানতে পেরে সভাপতি শাম্মী আক্তার নিজ উদ্যোগে ফ্যান সরবরাহ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূ.হা.ম হাদিউজ্জামান জানান, “গরমে শিক্ষার্থীরা ক্লাসে ঠিকমতো মনোযোগ দিতে পারছিল না। সভাপতি শাম্মী আক্তার ৫টি ফ্যান দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা শিক্ষার্থীদের স্বস্তি দেবে।”

ফ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আক্কাচ শেখ, অভিভাবক সদস্য মো. মহব্বত মোল্লা, শিক্ষক প্রতিনিধি মোছা. মনোয়ারা পারভীন, শিক্ষক বিজিৎ কুমার ঘোষ, শহীদ শেখ, কামাল মোল্লাসহ আরও অনেকে।

ফ্যান পেয়ে শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছে এবং এমন সহানুভূতিশীল উদ্যোগের জন্য সভাপতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow