শহীদ ওমরের কবর জিয়ারতে ভেঙে পড়লেন বাবা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের সন্তান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সাজিদুর রহমান ওমরের কবর জিয়ারতের সময় চোখের জলে ভেঙে পড়লেন তাঁর পিতা মোঃ শাহজাহান।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে ছেলের কবরের সামনে দাঁড়িয়ে হতাশাগ্রস্ত কণ্ঠে তিনি বলেন, "বাবা, আমি তোমার বাবা হয়েও তোমার জন্য কিছুই করতে পারলাম না। প্রায় এক বছর পার হয়ে গেল, কিন্তু এখনও তোমার হত্যাকারীদের বিচার পাইনি। আমি নিজেকে ব্যর্থ পিতা মনে করছি।"
সন্তানের হত্যার বিচার না পেয়ে ক্ষোভ ঝাড়েন তিনি। বলেন, "এই দেশ এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। কিন্তু শহীদদের রক্তের কোনো মূল্য দেওয়া হচ্ছে না। আগে শহীদদের ন্যায়বিচার নিশ্চিত করুন, তারপর নির্বাচন করুন।"
এই কথা বলার পর তিনি হাউমাউ করে কেঁদে ফেলেন, যা দেখে উপস্থিত অনেকের চোখেও জল এসে যায়।
ওই সময় কবর জিয়ারতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মোঃ আতাউল্লাহ, চিনাইর কলেজের প্রফেসর মোঃ আলী আজ্জম মীরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তাঁরা শহীদ সাজিদুর রহমান ওমরসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো সকল তরুণের আত্মার মাগফিরাত কামনা করেন এবং অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি জানান। তাঁদের ভাষায়, "ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে হটাতে যে তরুণেরা জীবন দিয়েছে, তাদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না।"
এলাকাবাসীর দাবি, শহীদ ওমরের রক্ত যেন ইতিহাসে শুধু সংখ্যা হয়ে না থাকে, বরং তার আত্মত্যাগ যেন প্রজন্মকে অনুপ্রেরণা জোগায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।
What's Your Reaction?






