রাজশাহীর বাঘায় পরিবেশ রক্ষায় বাপার সচেতনতামূলক কর্মশালা, বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহীর বাঘায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত এক বিশেষ কর্মশালা। শনিবার (২৬ জুলাই) বাঘা পৌরসভার নারায়নপুর বাজার এলাকায় এ কর্মশালার আয়োজন করা হয়।
বাপার বাঘা পৌর কমিটির সভাপতি বেনজির আহমেদ বিপ্লবের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাপার উপজেলা কমিটির সভাপতি ড. আব্দুস সালাম লাভলু। তিনি বলেন, “সকলের সহযোগিতা নিয়ে আমরা বাঘার প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আরো জোরালোভাবে কাজ করতে চাই।”
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক হামিদুল ইসলাম, সহকারী অধ্যাপক নিরেন্দ্রনাথ সরকার, বাপার পৌর কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা, প্রভাষক সোহেল রানা, মহিলা সম্পাদিকা রানু আক্তারি এবং বাপার আড়ানী পৌর কমিটির সাধারণ সম্পাদক আশাদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাপার পৌর কমিটির কোষাধ্যক্ষ উত্তম কুমার পাল।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। বক্তৃতা শেষে মাইলস্টোন স্কুলে ফাইটার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরবর্তীতে পরিবেশ রক্ষায় অংশ হিসেবে কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অপূর্ব কুমার সাহা বলেন, “প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।” তিনি উপস্থিত সবাইকে নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণে অংশ নেওয়ার আহ্বান জানান।
এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাপার যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, শরিফ মন্ডল, আব্দুল হামিদ মিঞা সহ বাঘার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ।
What's Your Reaction?






