রাজধানীর সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদকঃ
Sep 9, 2025 - 12:19
 0  39
রাজধানীর সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় একাধিক স্থানে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

সকাল ৯টা ৩০ মিনিট থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের বাসিন্দারা এই অবরোধ কর্মসূচি শুরু করেন। ফরিদপুর-৪ আসন থেকে ইউনিয়ন দুটিকে কেটে ফরিদপুর-২ আসনের সঙ্গে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে তারা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীরা ভাঙ্গা হাসপাতাল মোড়, শুয়াদী, মুনসুরাবাদ, পুখুরিয়া ও নওপাড়া সহ বিভিন্ন স্থানে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এবং বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে।

আন্দোলনকারীদের দাবি এক ও অভিন্ন—নির্বাচন কমিশনকে অবশ্যই এই সিদ্ধান্ত বাতিল করে ইউনিয়ন দুটিকে ভাঙ্গায় ফিরিয়ে দিতে হবে। অবরোধকারীরা জানান, "জীবন যাবে, রক্ত যাবে, তবুও ভাঙ্গা ছেড়ে যাব না।" তাদের সাফ কথা, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে।

এই অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে শত শত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়েছে। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা অবর্ণনীয় কষ্টে পড়েছেন।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ইউনিয়নবাসীর স্মারকলিপি তিন দিন আগেই নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে, তবে এখনো কোনো উত্তর আসেনি। তিনি সড়ক অবরোধ করে আন্দোলন করাকে অনুচিত বলে মন্তব্য করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন এবং হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান জানিয়েছেন, পুলিশ বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার এবং দূরপাল্লার যানবাহন চলাচলের জন্য রাস্তা খুলে দেওয়ার চেষ্টা করছে। তবে আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তবে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow