মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 28, 2025 - 15:55
 0  3
মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

জুলাই মাসের ঐতিহাসিক পুনর্জাগরণকে স্মরণীয় করে রাখতে ফরিদপুরে এক মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ এবং জীবন বাঁচানোর সুযোগ।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই কার্যক্রম। দিনব্যাপী এই আয়োজনে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন এবং সার্বিক তত্ত্বাবধান করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) সোহরাব হোসেন, জেলা পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম এবং সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত থেকে এই মহতী উদ্যোগকে স্বাগত জানান।

ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্জারি, গাইনি, মেডিসিন এবং নাক, কান ও গলা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র দেন। শুধু তাই নয়, রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধও বিতরণ করা হয়। পাশাপাশি, ক্যাম্পে আগত সকলের জন্য রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয়ের সুব্যবস্থা ছিল।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সেবাগ্রহীতারা বলেন, "জুলাই পুনর্জাগরণ" উদযাপনের এমন মানবিক আয়োজন সত্যিই প্রশংসার যোগ্য। এর মাধ্যমে আমরা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও বিনামূল্যে ঔষধ পেয়েছি, যা আমাদের জন্য অনেক বড় উপকার।"

কর্তৃপক্ষ জানায়, ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ দিনটিকে সাধারণ মানুষের সেবার মাধ্যমে উদযাপন করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow