মাগুরায় স্বর্ণালী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Jul 26, 2025 - 13:13
 0  3
মাগুরায় স্বর্ণালী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মাগুরার শালিখা উপজেলায় আলোচিত স্বর্ণালী খাতুন হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান (৪০) অবশেষে গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ফরিদপুরের সালতা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মিরাটিয়া গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।

আটক মিজানুর রহমান শালিখার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামের মৃত লতিফ মোল্লার ছেলে। শুক্রবার (২৫ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে শালিখা থানা পুলিশ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই বাপ্পি দে ও এসআই আনোয়ার হোসাইনসহ পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ফরিদপুরে অভিযান চালিয়ে শহিদুল মাতব্বরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

জানা গেছে, গত ১২ জুলাই পারিবারিক কলহের জেরে মিজানুর রহমান লোহার সাবল দিয়ে স্বর্ণালী খাতুনকে মাথায় আঘাত করে হত্যা করেন। পরে নিহত স্বর্ণালীর ভাই আবু দাউদ শালিখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মূল আসামি গ্রেফতার হওয়ায় স্বর্ণালীর পরিবার স্বস্তি প্রকাশ করেছে এবং দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি উদ্দিন জানান, “মাগুরার সুযোগ্য পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং আমার তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা আসামিকে সফলভাবে আটক করতে সক্ষম হয়েছি। তাকে আদালতে সোপর্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow