মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান আন্দোলন মঞ্চের জাগরণী আয়োজন

জুলাই গণঅভ্যুত্থানের অগ্নিঝরা দিনগুলোর স্মৃতিচারণ এবং বর্তমান বাস্তবতার নিরিখে তার তাৎপর্য পর্যালোচনার মধ্য দিয়ে মাগুরায় এক ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ। ছাত্র-জনতার সেই ঐতিহাসিক অংশগ্রহণের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আলোচনা সভার পাশাপাশি আয়োজন করা হয় রচনা ও বক্তৃতা প্রতিযোগিতার, যা মাগুরা রেডিয়েন্ট স্কুল মিলনায়তনকে করে তোলে প্রাণবন্ত।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় বিজ্ঞান আন্দোলন মঞ্চ, মাগুরা জেলা শাখার উদ্যোগে "জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার অংশগ্রহণ ও বর্তমান বাস্তবতা" শীর্ষক এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার সমন্বয়ক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সংগঠক লাবনী সুলতানা।
আলোচকরা তাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার সাহসী ভূমিকার কথা তুলে ধরেন এবং দেশের বর্তমান বাস্তবতায় সেই চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। তারা বলেন, একটি বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী সমাজ বিনির্মাণের মাধ্যমেই অভ্যুত্থানের প্রকৃত লক্ষ্য অর্জিত হবে।
আলোচনা পর্ব শেষে, অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে পুরস্কার বিতরণী পর্ব। পূর্বে আয়োজিত রচনা লেখা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও সাফল্যমণ্ডিত করে তোলে।
What's Your Reaction?






