মাগুরার মহম্মদপুরে জুলাই পুনর্জাগরণ: শপথ নিলেন সর্বস্তরের মানুষ

নতুন এক মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ার দৃপ্ত অঙ্গীকারে একাত্ম হলো মাগুরার মহম্মদপুর। "জুলাই পুনর্জাগরণ" এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একযোগে শপথ গ্রহণ করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই সভায় আলোচনা ও শপথে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে জাতীয় কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে কেন্দ্রীয় অনুষ্ঠানটি ভার্চুয়ালি প্রদর্শন করা হয়। এরপর স্থানীয় পর্যায়ে আলোচনা সভা শুরু হয়।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ মিজানুর রহমান কাবুল, বিশিষ্ট সমাজ সেবক জিয়াউল হক বাচ্চু, কাজী সালিমুল হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী সরদার এবং প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুল। ছাত্রসমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফৌরদোস রানা ও তাওফিক কালাম অভি।
বক্তারা জুলাইয়ের তাৎপর্য তুলে ধরে বলেন, একটি উন্নত ও মানবিক সমাজ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানান তারা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল রবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমিনুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। এই আয়োজন প্রমাণ করে, দেশের কল্যাণে মহম্মদপুরের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ।
What's Your Reaction?






