মহম্মদপুরে সরকারি দপ্তর পরিদর্শন ও নারিকেল চারা বিতরণ করলেন জেলা প্রশাসক

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Jun 20, 2025 - 00:15
 0  4
মহম্মদপুরে সরকারি দপ্তর পরিদর্শন ও নারিকেল চারা বিতরণ করলেন জেলা প্রশাসক
মহম্মদপুরে সরকারি দপ্তর পরিদর্শন ও নারিকেল চারা বিতরণ করলেন জেলা প্রশাসক

মাগুরার মহম্মদপুরে বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বৃহস্পতিবার (১৯ জুন) দিনব্যাপী এই সফরে তিনি পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস এবং মহম্মদপুর থানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন জেলা প্রশাসক। একই সঙ্গে জনগণের প্রতি দায়বদ্ধতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সোবহানসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

জেলা প্রশাসক পরবর্তীতে পলাশবাড়ীয়া ইউনিয়নের ভবানীপুর কাবিটা প্রকল্পের আওতায় নির্মাণাধীন ফ্লাট সলিং রাস্তা পরিদর্শন করেন এবং বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শনের এক পর্যায়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ করেন জেলা প্রশাসক। এছাড়া তিনি কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাদের সমস্যার কথা শোনেন এবং সরকারের কৃষিবান্ধব উদ্যোগের কথা তুলে ধরেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow