ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি পরীক্ষায় নকলের অভিযোগে তিন পরীক্ষার্থী বহিষ্কার

শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Apr 29, 2025 - 20:19
 0  4
ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি পরীক্ষায় নকলের অভিযোগে তিন পরীক্ষার্থী বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের অভিযোগে তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) আখাউড়া মোগড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি. এম. রাশেদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষাকেন্দ্রে সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি বলেন, “অনিয়মের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

ঘটনাটি ঘটে যখন শিক্ষা বোর্ডের তিন সদস্যের একটি পর্যবেক্ষক দল মোগড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে আসেন। পরিদর্শনের সময় দুই ছাত্রের কাছ থেকে নকল কাগজ এবং এক ছাত্রীর ব্যাগে পাঠ্যবই পাওয়া যায়। পরবর্তীতে, পরিদর্শক দলের নির্দেশে তাদের তিনজনকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।

এদিন মানবিক শাখায় ‘পৌরনীতি ও নাগরিকতা’ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ‘ব্যবসায় উদ্যোগ’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘ তিন বছর পর আখাউড়ায় এসএসসি পরীক্ষায় নকলের অভিযোগে পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটলো।

ইউএনও রাশেদুল ইসলাম আরও বলেন, “শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে হলে কঠোরভাবে নকল ও অসাধু উপায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পরীক্ষার হলে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন সদা প্রস্তুত রয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow