বিজয়নগরে ৬২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Jul 1, 2025 - 21:56
 0  2
বিজয়নগরে ৬২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ৬২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (১ জুলাই) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি বিশেষ আভিযানিক দল এ অভিযানে অংশ নেয়। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ ফারুক (২৫), পিতা- দেলোয়ার আলী, গ্রাম- মজলিশপুর; ও মোঃ রুবেল মিয়া (৩০), পিতা- হোসেন মিয়া, গ্রাম- ছোট বাকাইল, মজলিশপুর। দুজনেই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ৬২ কেজি গাঁজা জব্দ করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলই তাদের অন্যতম অগ্রাধিকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow