বিএনপি নেত্রীর গাড়িবহরে হামলা: ১৮ আওয়ামী লীগ কর্মী কারাগারে

ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (৪ মে) দুপুরে ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, অভিযুক্তরা আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু বিচারক তাদের আবেদন খারিজ করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
আটক হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা হলেন: নান্নু মাতুব্বর, জাহাঙ্গীর মুন্সী, বিল্লাল মাতুব্বর, রাসেল মাতুব্বর, কামরুল মোল্যা, দেলোয়ার কাজী, সরোয়ার মাতুব্বর, সিরাজুল মাতুব্বর, ইউনুস মোল্যা, ফজলু মাতুব্বর, নজরুল মাতুব্বর, আইয়ূব আলী, উজ্জ্বল মাতুব্বর, আলেপ মাতুব্বর, রেজাউল মাতুব্বর, ইয়াসিন মোল্যা, ছানো মিয়া ও নূরুল ইসলাম। তাদের সবার বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন গ্রামে।
আদালতে হাজির থাকার পর পুলিশি পাহারায় তাদের ফরিদপুর জেলা কারাগারে প্রেরণ
বিএনপি নেত্রীর গাড়িবহরে হামলা: ১৮ আওয়ামী লীগ কর্মী কারাগারে করা হয়।
What's Your Reaction?






