বর্ণাঢ্য র‍্যালিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Sep 3, 2025 - 20:57
 0  18
বর্ণাঢ্য র‍্যালিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল ঢাকার সাভারের রাজপথ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালী ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবুর নেতৃত্বে এই বিশাল র‍্যালীটি পাকিজা মোড় থেকে শুরু হয়। নেতাকর্মীদের হাতে দলীয় ও জাতীয় পতাকা এবং জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে র‍্যালীটি ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকা প্রদক্ষিণ করে।

সংক্ষিপ্ত সমাবেশে ডা. সালাউদ্দিন বাবু বলেন, "বিএনপি গণমানুষের দল। এই দলের জন্মই হয়েছে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য।" তিনি আরও বলেন, "প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা সাভারে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি হাতে নিয়েছি, যা জনগণের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে।"

এই কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের നേതാকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শরীফুল আলম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দীন তানভীর।

এছাড়াও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাডভোকেট জিল্লুর রহমান, আশুলিয়া থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান বিকাশ, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই, যুবদল সভাপতি আপেল মাহমুদ হান্নান ও সাধারণ সম্পাদক কিসমত সরকার, ইয়ারপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাজী এম এ কালাম মাদবর, আশুলিয়া থানা জিয়া মঞ্চের সদস্য সচিব রিপন শিকদার, ইউনিয়ন যুবদল নেতা মো. হুমায়ুন কবির এবং ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবু ভূঁইয়া সহ বিপুল সংখ্যক নেতাকর্মী র‍্যালিতে অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow