প্রবাসী ছেলের কাপড় ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মায়ের মর্মান্তিক মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় প্রবাসে যাওয়ার প্রস্তুতির মাঝে ছেলের জামা ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিল্পী বেগম (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ গ্রামের উত্তরপাড়ায় ঘটে হৃদয়বিদারক এ দুর্ঘটনা। নিহত শিল্পী বেগম ইরাক প্রবাসী মো. জলফু মিয়ার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, শিল্পী বেগমের ছেলে ওয়াসিম মিয়া প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মা শিল্পী বেগম আদরের সন্তানকে নিজ হাতে প্রস্তুত করতে গিয়ে তার কাপড় ইস্ত্রি করছিলেন। হঠাৎ ইস্ত্রির তারে বৈদ্যুতিক শর্ট সার্কিট হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মায়ের এমন অপ্রত্যাশিত ও হৃদয়বিদারক মৃত্যুতে পুরো পরিবারে নেমে আসে শোকের ছায়া। শোকগ্রস্ত এলাকাবাসীও ব্যাপকভাবে মর্মাহত। এ ঘটনায় পুরো গ্রামে নেমে আসে বিষাদের ছায়া।
What's Your Reaction?
শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ