পিরোজপুরে সরকারি বই বিক্রির চেষ্টা, স্থানীয়দের হাতে গাড়িসহ আটক

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় এক দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে সরকারি পাঠ্যপুস্তক বিক্রির অভিযোগ উঠেছে। বই বিক্রির সময় স্থানীয় লোকজন ওই বইভর্তি গাড়ি জব্দ করেন এবং ঘটনাস্থলে মাদ্রাসা সুপারকে উপস্থিত অবস্থায় দেখতে পান।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার ৩ নম্বর বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া নূরিয়া দাখিল মাদ্রাসার সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৬টার দিকে মাদ্রাসার সামনে একটি পিকআপ ভ্যানে বই লোড করা হচ্ছিল। সেই সময় স্থানীয়দের চোখে পড়ে গাড়িতে বই তোলা হচ্ছে এবং পাশে মাদ্রাসার সুপার মাওলানা ইউনুস আলী উপস্থিত আছেন। এ সময় তারা গাড়িটি আটক করে তাতে থাকা বইগুলো জব্দ করেন।
বই ক্রেতা বাবুল শেখ জানান, তিনি মাদারীপুর থেকে এসেছেন এবং মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদ্রাসা সুপারের কাছ থেকে প্রতি কেজি ১৬ টাকা দরে ১৪ মণ বই কিনেছেন। তবে এসব বই সরকারি কি না, তা তিনি জানতেন না বলে দাবি করেন।
এ বিষয়ে মাদ্রাসার সুপার মাওলানা ইউনুস আলী বলেন, “ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি মাদ্রাসার জমির খাজনা পরিশোধের জন্য বই বিক্রির নির্দেশ দেন। ফান্ডে টাকা না থাকায় বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।”
তবে স্থানীয়রা জানান, এটি নতুন কোনো ঘটনা নয়। সুপার ইউনুস আলী অতীতেও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও তারা অভিযোগ করেন।
এডহক কমিটির সভাপতি মো. নাসির উদ্দিন বলেন, “জমির খাজনা বকেয়া থাকায় এবং ফান্ডে অর্থের অভাবে বই বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সরকারি বই বিক্রি করা আইনসিদ্ধ কি না—এই প্রশ্ন এড়িয়ে যান তিনি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী বলেন, “সরকারি বই বিক্রির বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
What's Your Reaction?






