ফরিদপুর সাহিত্য পরিষদের নতুন ভবনের উদ্বোধন করলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 23, 2025 - 17:58
 0  4
ফরিদপুর সাহিত্য পরিষদের নতুন ভবনের উদ্বোধন করলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ফরিদপুর সাহিত্য পরিষদের নবনির্মিত সাহিত্য ভবনের উদ্বোধন করেছেন। বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় ফরিদপুর সাহিত্য পরিষদ প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী একান্ত সচিব মোঃ ইনজামুল হক, ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম এবং ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন; জামায়াতে ইসলাম ফরিদপুর জেলা শাখার সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য শামসুল আলম আল বরাটি; বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ; পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক কাজী মাওলানা দেলোয়ার হোসেন ও মোঃ শাহাদাত হোসেন; রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইয়াদ আলী; এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিরা সাহিত্য ভবন পরিদর্শন করেন এবং ফরিদপুরের সাংস্কৃতিক অগ্রযাত্রায় এ ভবনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow