পিরোজপুরে চুরির সন্দেহে ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ২ নম্বর বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়ায় চুরির সন্দেহ করায় এক মুদি দোকানদারের ওপর হাতুড়ি দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে আব্দুল হাই (৪৫) নামে ওই দোকানদার গুরুতর আহত হন। রোববার (৩ আগস্ট) সকাল ৬টা ৩০ মিনিটের দিকে মোরেলগঞ্জ-বালিপাড়া সীমান্তবর্তী মোশাররফ হাওলাদারের বাড়ির সামনে ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
আহত আব্দুল হাই পশ্চিম বালিপাড়া এলাকার মৃত আশরাফ আলী খাঁনের ছেলে ও পেশায় একজন মুদি ব্যবসায়ী। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে একই এলাকার রফিকুল ইসলামের ঘর থেকে অটোরিকশার ব্যাটারি এবং আব্দুল হাইয়ের দোকান থেকে বিভিন্ন মুদি পণ্য চুরি হয়। এ ঘটনায় এলাকাবাসী কুখ্যাত চোর ও মাদকসেবী হিসেবে পরিচিত স্থানীয় নুরুজ্জামান খানের ছেলে জসিম এবং জলিল শেখের ছেলে রাকিবকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে।
এতে ক্ষিপ্ত হয়ে রোববার ফজরের নামাজ শেষে ওৎ পেতে থাকা জসিম ও রাকিব পরিকল্পিতভাবে আব্দুল হাইয়ের ওপর হামলা চালায়। হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁর মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে এবং পা থেতলে ভেঙে দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন।
আহতের ভাই মাওলানা জাহিদুল ইসলাম বলেন, ‘আমার ভাইয়ের দোকান চুরির ঘটনার পর এলাকাবাসী জসিম ও রাকিবকে সন্দেহ করে। এ কারণেই তারা ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে আমার ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করেছে। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, পশ্চিম বালিপাড়ায় চুরির সন্দেহে হাতুড়ি দিয়ে একজনকে জখম করা হয়েছে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?






