পিরোজপুরে জামায়াতের শান্তি ও সম্প্রীতির আহ্বান

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 1, 2025 - 22:45
 0  4
পিরোজপুরে জামায়াতের শান্তি ও সম্প্রীতির আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুর জেলার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জামায়াতে ইসলামী পিরোজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে কদমতলা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন দলের নেতারা। এ সময় তারা ধর্ম দক্ষিণী শিব মন্দির, শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম, পোরগোলা নতুন হাটখোলা মন্দিরসহ ইউনিয়নের সব মন্দির পরিদর্শন করেন।

জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক বলেন, “আমাদের কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান সবসময় বলেন—ধর্ম দিয়ে বিভাজন করা যায় না। বিগত ১৭ বছর আপনাদের কাছে আসতে আমাদের সুযোগ হয়নি। তবে আপনাদের যে কোনো সমস্যা ও প্রয়োজনে জামায়াত সবসময় পাশে ছিল এবং থাকবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ সব ধর্ম ও বর্ণের মানুষের সম্মিলিত আবাসভূমি। এখানে সবাই শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকার রাখে।”

ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেছেন যে, “পিরোজপুরসহ সারাদেশের সব মন্দিরে পূজা-অর্চনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।” তিনি হিন্দু সম্প্রদায়ের সার্বিক কল্যাণ, উন্নতি ও সুখ-সমৃদ্ধি কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন—জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, ছাত্রশিবিরের জেলা শাখার প্রচার সম্পাদক মো. হাসিব বিল্লাহ, যুব বিভাগের সভাপতি নকিব নাসরুল্লাহ, যুব নেতা আশিকুর রহমান নয়নসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow