পার্শ্ববর্তী দেশ থেকে শারদীয় দুর্গাপূজায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় চলছে: মীর সরফত আলী সপু

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Oct 1, 2025 - 18:24
 0  5
পার্শ্ববর্তী দেশ থেকে শারদীয় দুর্গাপূজায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় চলছে: মীর সরফত আলী সপু

শারদীয় দুর্গাপূজায় বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে পার্শ্ববর্তী দেশ পরিকল্পনা মাফিক আমাদের পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। 

বুধবার বিকেল সাড়ে ৪টায় শ্রীনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে বাঘড়া আদি সার্বজনীন দূর্গা মন্দিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মীর সরফত আলী সপু বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে। পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, শ্রীনগর উপজেলা মহিলা দলের সভাপতি আলভিনা রফিক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ,উপজেলা শ্রমিকদলের সভাপতি শফিক মোড়ল, ছাত্রদলের সাঃ সম্পাদক ইমদাদুল হক ইমনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow