নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা, তিন অস্ত্রধারী আটক

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Apr 29, 2025 - 12:38
 0  3
নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা, তিন অস্ত্রধারী আটক

নোয়াখালীর বেগমগঞ্জে মো. শাকিল (২৮) নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারের ইসলামিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাকিল ওই গ্রামের মো. সোলাইমান খোকনের ছেলে এবং পেশায় থাই মিস্ত্রি ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাতে গঙ্গাবর বাজারের ইসলামিয়া মার্কেটের একটি দোকানে বসে শাকিলসহ কয়েকজন চা খাচ্ছিলেন। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় করে পাঁচজন অস্ত্রধারী এসে লাবিব নামের এক তরুণকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে হত্যা করে এবং তার ছোট ভাই শুভকে (২৫) কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাবাসী ধাওয়া দিয়ে অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, "গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এলাকাবাসী তিনজন অস্ত্রধারীকে আটক করে রেখেছে। তাদের উদ্ধার করে চিকিৎসার চেষ্টা চলছে।"

এ ঘটনার পেছনের কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow