“নার্সদের যত্ন, অর্থনীতির শক্তি” শ্লোগানে আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

মোঃ মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ
May 13, 2025 - 16:51
 0  5
“নার্সদের যত্ন, অর্থনীতির শক্তি” শ্লোগানে আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

বরিশালের আগৈলঝাড়ায় “নার্সদের যত্ন, অর্থনীতির শক্তি” শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১২ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নার্স আভা করাতী, মনিকা হালদার, মমতা মন্ডল, প্রিয়াংকা তালুকদার, বিথীকা হালদার, ইতি বৈরাগী, পূর্নিমা হালদার, রিংকু হালদার, আরতী মধু, মাধবী লতা রাজিব, সুন্ধা বৈদ্য, বিভা হালদার, শ্রাবন্তী মন্ডল, অঞ্জনা মন্ডল, সন্ধ্যা বিশ্বাস এবং তাহমিনা বেগম।

আলোচনা সভায় বক্তারা নার্সদের অবদান, সেবামূলক কাজ এবং স্বাস্থ্য খাতে নার্সদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নার্সরা শুধু সেবাই দেন না, বরং অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের যত্ন ও সেবা অর্থনীতিকে শক্তিশালী করে।

আলোচনা সভা শেষে কেক কাটা হয়। জন্মবার্ষিকী উপলক্ষে মোমবাতি জ্বালিয়ে কেক কাটার আয়োজন করা হয়। এসময় হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow