নবাবগঞ্জে পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

নবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশনায় নবাবগঞ্জ থানার চৌকস টিম শনিবার (১৯ জুলাই) ঢাকা ও ফরিদপুরে অভিযান চালিয়ে ডাকাত সর্দার মোঃ খোকনসহ পাঁচ জনকে আটক করে। তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মোঃ খোকন ওরফে জসিম, সালাম, হামিদুল, শফিকুল ইসলাম ও সুজাত ওরফে করিম মাতুব্বর। তারা ফরিদপুর, নীলফামারী, ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আসা বলে জানা গেছে।
অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে গলিত স্বর্ণের টুকরা ও বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার, যার ওজন ৩ ভরি ৫ আনা, পাশাপাশি রুপার অলংকারও রয়েছে ৮০ ভরি পরিমাণে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নবাবগঞ্জ থানায় দায়েরকৃত মামলাগুলোর সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা স্বীকার করেছে।
বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রক্রিয়া চালাচ্ছে। এই অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের বড় ধরনের কার্যক্রমে পুলিশ সফলভাবে থামিয়ে দিয়েছে।
What's Your Reaction?






