ধামরাইয়ে গভীর রাতে ডাকাতির প্রস্তুতি — ট্রাকসহ দুই কুখ্যাত ডাকাত ধরা

অন্ধকারে ঢাকা ধামরাইয়ের চন্দ্রপাড়া এলাকায় ডাকাতির ছক কষছিল একদল সংঘবদ্ধ ডাকাত। তবে তাদের সেই পরিকল্পনা বাস্তবায়নের আগেই বিশেষ অভিযানে ধরা পড়ে গেল দুই কুখ্যাত ডাকাত।
রবিবার (২০ জুলাই) রাত ৩টা ৫০ মিনিটে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (উত্তর) এর একটি টিম বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করে। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশনায়, ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম ও তার ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা হলো— মোঃ শাহাজল (৩৮), জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়ার বাসিন্দা (বর্তমানে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অবস্থানরত) এবং মোঃ সুমন মিয়া (৩৫), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী টেংগাপাড়ার বাসিন্দা (বর্তমানে গাজীপুরের বাসন থানাধীন মোঘরখাল এলাকায় বসবাসরত)।
অভিযানে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি ৬ চাকার ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৫৭৪৬), একটি বড় আকারের ধারালো ছোরা এবং চারটি লক কাটার যন্ত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতিসহ নানা অপরাধে সক্রিয় ছিল তারা। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। শাহাজলের নামে জামালপুরের বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি এবং সুমনের বিরুদ্ধে গাজীপুর মহানগরের বাসন থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
What's Your Reaction?






