ফরিদপুরের আলফাডাঙ্গায় আওয়ামী লীগের হরতালের বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 20, 2025 - 14:32
 0  42
ফরিদপুরের আলফাডাঙ্গায় আওয়ামী লীগের হরতালের বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে ঘোষিত সারাদেশব্যাপী হরতালের ডাকে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। এর প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় রাজপথে নেমেছে উপজেলা বিএনপির আব্বাস-খসরু গ্রুপের নেতাকর্মীরা।

রবিবার (২০ জুলাই) সকাল ১১টায় মহড়াসহ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা রোডে বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় অবস্থান কর্মসূচি। বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ এবং মানুষের জানমাল রক্ষায় এই কর্মসূচির ঘোষণা দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরজামান খসরু। তিনি বলেন, ‘পতিত আওয়ামী সরকার ছাত্র-জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালালেও তাদের দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে মরিয়া। আমরা সজাগ রয়েছি — তাদের যেকোনো অপচেষ্টা প্রতিহত করব।’

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান আব্বাস মিয়া বলেন, ‘শুক্রবার রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে সারা দেশে হরতালের ঘোষণা দেওয়া হয়। সাধারণ মানুষের নিরাপত্তায় আমরা রাজপথে রয়েছি। তাদের দোসরদের যেখানেই পাব, গণধোলাই দিয়ে পুলিশে দেব।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর আহ্বায়ক রবিউল হক রিপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, মো. রেজাউল হক রেজা, যুবদল আহ্বায়ক শাহীন মোল্লা, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কদর, ছাত্রদল নেতা রাকিবুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল আলম বলেন, ‘হরতালের কোনো প্রভাব আলফাডাঙ্গায় পড়েনি। সবকিছু স্বাভাবিক, তবে পুলিশ সতর্ক রয়েছে। কেউ নৈরাজ্য করলে তাকে ছাড় দেওয়া হবে না।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow