ঢাকায় পৃথক অভিযানে ২৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 25, 2025 - 22:04
 0  3
ঢাকায় পৃথক অভিযানে ২৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ) পৃথক দুটি অভিযানে মোট ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় ও ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দক্ষিণ কেরানীগঞ্জ থানার আলুকান্দা এলাকা থেকে ১১০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আল মামুন (৩২), পিতা- মৃত আল আমিন, সাং- আলুকান্দা স্ট্যান্ড বাজার, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা কে গ্রেফতার করা হয়।

একই দিনে কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব চড়াইল এলাকায় পরিচালিত অপর অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মোঃ স্বপন কাজী (২৮), পিতা- মৃত লালু কাজী, স্থায়ী ঠিকানা- চরআর কমলী, দক্ষিণ আইচা, ভোলা ও বর্তমান ঠিকানা- গোলাম বাজার, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা এবং ৬০ পিস ইয়াবাসহ মোঃ শফিক হাওলাদার (২৫), পিতা- মোঃ আবুল হোসেন, স্থায়ী ঠিকানা- চম্পাপুর, বাউফল, পটুয়াখালী ও বর্তমান ঠিকানা- হাবিবনগর, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ আল মামুনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৫১, তারিখ-২৪/০৭/২০২৫, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণির ১০(ক)) দায়ের করা হয়েছে।

অন্যদিকে, স্বপন কাজী ও শফিক হাওলাদারের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা (নং-৫৩, তারিখ-২৫/০৭/২০২৫) দায়ের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow