ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তায় উল্টো রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা সম্পন্ন

রাজধানীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। শনিবার (৫ জুলাই ২০২৫) বেলা ৩টা থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নেয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পলাশী, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার, কদম ফোয়ারা, প্রেস ক্লাব, পল্টন মোড়, বায়তুল মোকাররম উত্তর গেট, দৈনিক বাংলা মোড়, শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, জয়কালী মন্দির হয়ে স্বামীবাগে ইসকন মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পুরো রুটজুড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
গত ২৭ জুন বর্ণাঢ্য রথযাত্রার মাধ্যমে এই ধর্মীয় উৎসবের সূচনা হয়। ইসকন মন্দির কর্তৃপক্ষ ৯ দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, নামসংকীর্তন, ভক্তিমূলক আলোচনা এবং প্রসাদ বিতরণের আয়োজন করে।
উৎসবকে কেন্দ্র করে রাজধানীব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি নেন বিশেষ প্রস্তুতি। রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বসানো হয় সিসিটিভি, টহল গাড়ি ও কন্ট্রোল রুমের মাধ্যমে পুরো পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়।
উৎসবের আয়োজকরা ডিএমপি ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “নিরাপদ পরিবেশে রথযাত্রার মতো একটি বড় উৎসব আয়োজন সম্ভব হয়েছে ডিএমপির সহযোগিতার কারণেই।”
What's Your Reaction?






