ফরিদপুরে 'গ্রাম পাঠ মেলার' উদ্বোধন

গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের বনগ্রামে ‘গ্রাম পাঠ মেলা’ নামে একটি পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে বনগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পাঠাগারটির উদ্বোধন করেন সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম। সভাপতিত্বও করেন তিনি।
এসময় বক্তব্য দেন শিশু সংগঠন ফুলকির সভাপতি অঞ্জলি বালা, সমাজসেবী আনোয়ারা বেগম, বেসরকারি উন্নয়ন সংস্থা এফডিএ’র উপদেষ্টা আজহারুল ইসলাম, রাসিনের প্রধান সমন্বয়কারী সিরাহ ই কবীর, ব্লাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, বিএফএফ-এর নির্বাহী পরিচালক আনম ফজলুর হাদি সাব্বির, ভাঙ্গা মহিলা কলেজের সহকারী অধ্যাপিকা নূরুন্নাহার বেগম, আখচাষী মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শারমিন আক্তার।
অনুষ্ঠানে 'নিরাপদ খাদ্য, নিরাপদ জীবন' প্রকল্পের আওতায় ১০ জন নারী উপকারভোগীর মাঝে জৈব সার তৈরির উপকরণ হিসেবে খুঁটি, টিন, রিংসহ বিভিন্ন সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়।
সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম বলেন, “আজ থেকে বনগ্রামে একটি পাবলিক লাইব্রেরি যাত্রা শুরু করলো। তরুণ সমাজকে বইমুখী করতে এবং নেশার ক্ষতিকর ছোবল থেকে দূরে রাখতে আমরা এই উদ্যোগ নিয়েছি। পাঠাভ্যাস বাড়াতে ‘গ্রাম পাঠ মেলা’ একটি সময়োপযোগী উদ্যোগ।”
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গ্রামে একটি পাঠাগার হওয়া মানে শুধু বই পড়ার সুযোগ নয়, বরং এটি একটি আলোকিত সমাজ গঠনের ভিত্তি তৈরি করবে।
What's Your Reaction?






