জুলাই পুনর্জাগরণে বৈষম্যহীন সমাজ গঠনের দৃপ্ত অঙ্গীকার

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Jul 26, 2025 - 14:15
 0  6
জুলাই পুনর্জাগরণে বৈষম্যহীন সমাজ গঠনের দৃপ্ত অঙ্গীকার

সারা দেশের মতো ফরিদপুরের সদরপুরেও অনুষ্ঠিত হলো ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠান। মানবিকতা, সাম্য ও ন্যায়বিচারের আলোকে একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের লক্ষ্য সামনে রেখে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এক কণ্ঠে শপথ নেন।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। প্রধান অতিথি হিসেবে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ মোফাজ্জেল হোসেন এবং সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখদেব রায়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদের সঞ্চালনায় আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, ছাত্রনেতা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ।

সবাই জুলাই পুনর্জাগরণের মর্মবাণী হৃদয়ে ধারণ করে একটি মর্যাদাসম্পন্ন, সমঅধিকারের সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow