খোকসায় উন্নত পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থায় ৩২ পৌরসভার সম্মিলিত কর্মশালা

জনস্বাস্থ্য ও পরিবেশগত সুরক্ষায় টেকসই পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে কুষ্টিয়ার খোকসায় অনুষ্ঠিত হলো ৩২টি পৌরসভার যৌথ কর্মশালা।
রবিবার (২০ জুলাই) সকাল ১০টায় খোকসা পৌরসভা হলরুমে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম মিয়া।
বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী এইচ এম শাহীন, সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার মেঃ বাবুল আক্তার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সুমন আলী, মোঃ মামুনুর রশিদসহ খোকসা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
What's Your Reaction?






