কাপ্তাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬ হাজার টাকা জরিমানা

রাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কাপ্তাই সদর বড়ইছড়ি বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন রাঙ্গামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেব নাথ।
অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে বড়ইছড়ি বাজারের তুষার স্টোরকে ২ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের অভিযোগে একটি হোটেলকে ২ হাজার টাকা এবং স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে বড়ইছড়ি বাজারের সুমন ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস। নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে সহযোগিতা করে কাপ্তাই থানার পুলিশ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
What's Your Reaction?






