কাপ্তাইয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাঙামাটির কাপ্তাইয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উপজেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) বেলা ১২টায় চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের সহযোগিতায় এবং কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে কাপ্তাইয়ের স্থানীয় প্যারাডাইস রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। তিনি তার বক্তব্যে বলেন, “সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও পারিবারিক সচেতনতার অভাবেই নারীর প্রতি সহিংসতা বাড়ছে। তাই সচেতনতার সূচনা হতে হবে পরিবার থেকেই। মানব সভ্যতায় নারীর অবদান কোনো অংশেই কম নয়।”
সভাটি সঞ্চালনা করেন কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।
এছাড়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, ১১৯ নম্বর ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, রাঙামাটি জেলা পরিষদের “অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন” প্রকল্পের এডুকেশন ফ্যাসিলিটেটর মংসিংউ মারমা এবং করোনা সেবা ডটকমের প্রধান সমন্বয়কারী মঈনউদ্দিন জুয়েল।
সভায় সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, এনজিওকর্মী এবং বিভিন্ন মৌজার হেডম্যানরা অংশগ্রহণ করেন।
What's Your Reaction?
রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ