উঠানে ধান শুকানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

জান্নাত আক্তার, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
May 1, 2025 - 23:28
 0  1
উঠানে ধান শুকানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সুজন ফকির (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের ফকির বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সুজন ফকির ওই গ্রামের খোকন ফকিরের ছেলে। অভিযুক্ত শাওন ফকির (২২) সুজনের চাচাতো ভাই।

পরিবারের সদস্যরা জানান, সকালে ধান শুকানো নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাওন ফকির ছুরি দিয়ে সুজনকে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সুজন ফকিরের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে—একজনের বয়স তিন বছর, অন্যজনের মাত্র ১৮ মাস।

নিহতের বাবা খোকন ফকির জানান, প্রায় ৪-৫ মাস আগে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে শাওনকে বাধা দেন সুজন। এ ঘটনায় শাওন ক্ষিপ্ত হয়ে ওঠে। তিন মাস আগে স্থানীয় কিছু মাদক ব্যবসায়ীর সহায়তায় সুজনকে গুম করে হত্যার চেষ্টা করেছিল বলেও দাবি করেন তিনি।

খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের বলেন, “ঘটনার তদন্ত চলছে। মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow