আলফাডাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা রোডস্থ বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
তিনি বলেন, “বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা কোনোদিন সফল হবে না। দেশবাসী আজ বিএনপির দিকে তাকিয়ে আছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে। এই সময় ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
জামায়াত ও এনসিপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এনসিপি এখনো আঁতুড়ঘর থেকে বের হতে পারেনি, অথচ তারা বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করে ষড়যন্ত্র করছে। জামায়াত-এনসিপি মিলে নির্বাচন ঘিরে নতুন করে চক্রান্ত শুরু করেছে।”
১৯৯৬ সালের জামায়াতের ষড়যন্ত্রের কথা স্মরণ করিয়ে তিনি হুঁশিয়ার করে বলেন, “আপনারা যদি গায়ে পড়ে বিএনপিকে আক্রমণ করেন, তাহলে পাল্টা জবাব দেয়া হবে।”
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান আব্বাস মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, আহমেদ সিকদার, মোহাম্মদ রেজাউল হক রেজা, মো: ইস্রাফিল মোল্লা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বাশারুল বারী, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: শাহীন মোল্লা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাদী জিয়াউর রহমান জিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নিয়ামত হাসান পারভেজ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কদর, সাবেক যুগ্ম আহ্বায়ক লিটন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিল্টন উলদৌল্রাহ, ফারুক হোসেন কাজলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
What's Your Reaction?






