আলফাডাঙ্গায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Apr 23, 2025 - 18:57
 0  29
আলফাডাঙ্গায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দেশের শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলফাডাঙ্গায় অনুষ্ঠান আয়োজন করেছে। বুধবার (২৩ এপ্রিল) কোম্পানিটি গৌরবময় সাফল্যের ৪০ বছর অতিক্রম করে ৪১ বছরে পদার্পণ করেছে।

এ উপলক্ষে পৌর এলাকার বাকাইল রোডে অবস্থিত আলফাডাঙ্গা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জোনাল অফিসে এক আনন্দঘন পরিবেশে নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সম্মানে অভিনন্দন কেস্ট প্রদান করা হয়।

এছাড়া, এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ। আলফাডাঙ্গা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এজিএম (এআইআর) এস এম মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অন্যান্য বক্তারা ছিলেন, আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজাহিদুল ইসলাম মুজাহিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কবীর হোসেন, উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক মিয়া রাকিবুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৮৫ সালের ২৩ এপ্রিল ন্যাশনাল লাইফ দেশের প্রথম বেসরকারি জীবন বিমা কোম্পানি হিসেবে যাত্রা শুরু করেছিল। দীর্ঘ পথচলায় ন্যাশনাল লাইফ অনেক চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশের অন্যতম শীর্ষ কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বীমার প্রিমিয়ামের অর্থ ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ হয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বক্তারা আরো বলেন, ন্যাশনাল লাইফের পথ ধরে দেশে বহু বেসরকারি জীবন বিমা কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শেষে উৎসাহ-উদ্দীপনার মধ্যে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow