বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়তে চায়- প্রফেসর ড. মোঃ শওকাত আলী

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Apr 23, 2025 - 18:52
 0  11
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়তে চায়- প্রফেসর ড. মোঃ শওকাত আলী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী জানিয়েছেন, শিক্ষাবান্ধব ক্যাম্পাস হিসেবে এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার জন্য বর্তমান প্রশাসন দৃঢ়ভাবে কাজ করছে। তিনি বলেন, শিক্ষক সংকট ও ক্লাসরুম সংকট নিরসনে ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়কে গুণগত উচ্চশিক্ষা ও সমৃদ্ধ গবেষণার মাধ্যমে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত করার সম্ভাবনা রয়েছে। এজন্য শিক্ষার্থীদের সময় নষ্ট না করে পড়ালেখা ও সৃজনশীল কাজে মনোনিবেশ করার আহ্বান জানান তিনি।

আজ বুধবার (২৩ এপ্রিল, ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ২০২৪ সালের স্নাতক ও স্নাতকোত্তর সমমান পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করা শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপাচার্য আরও বলেন, তার দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য কাজ করছেন। তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে উপস্থাপন করার আহ্বানও জানান।

বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের মোট ৪০৮ জন শিক্ষার্থীকে ২০২৪ সালের মেধাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহজামান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সিদ্দিকুর রহমান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow