আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Jul 16, 2025 - 21:11
 0  2
আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য ও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রতিবাদে নওগাঁর আত্রাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৫টায় থানা বিএনপির উদ্যোগে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. তছলিম উদ্দিনের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে পথসভায় মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন থানা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মো. আব্দুল জলিল চকলেট, বিএনপি নেতা আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক, কামরুল হাসান সাগর, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল, আশরাফুল ইসলাম লিটন, কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস, ছাত্রদলের আহ্বায়ক সাকিল হোসেন, সদস্য সচিব আদর হোসেন, পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী বাবু, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন রকেট, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহরিয়ার সরদার সৌরভ, পলাশ, সোহেল হোসেন, আলম ও সানোয়ার হোসেন।

বক্তারা অভিযোগ করেন, ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে এবং বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। বক্তারা বলেন, বিএনপি রাজপথে থেকেই এসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে।

বিক্ষোভ মিছিল ও পথসভায় থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow