আত্রাইয়ে আওয়ামী লীগ নেতাসহ ৩ জন গ্রেফতার
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ): নওগাঁর আত্রাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান, শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার ক্ষুদ্র বোয়ালীয়া গ্রামের দবির আলীর ছেলে ও আত্রাই উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছাইফুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। তাকে গত ৬ অক্টোবর দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এছাড়া, সম্প্রতি একটি দোকান চুরির মামলায় উপজেলার ভর তেতুলিয়া গ্রামের বাবু খন্দকারের ছেলে জীবন খন্দকার (২৫) কে এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে পলাশ শেখ (২৪) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের শনিবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আত্রাই থানার ওসি।
What's Your Reaction?
কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ