আখাউড়ায় ছিনতাইকালে যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও নগদ টাকা

জান্নাত আক্তার, সদর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Jul 12, 2025 - 21:40
 0  1
আখাউড়ায় ছিনতাইকালে যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও নগদ টাকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রকাশ্যে ছিনতাইকালে হাতে ধরা পড়ে গেল এক যুবক। শনিবার (১২ জুলাই) দুপুর সাড়ে তিনটার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকেই ছুরি ও ছিনতাইকৃত তিনশত টাকাসহ তাকে আটক করে রেলওয়ে থানা পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম রাকিবুল ইসলাম রাকিব (২০)। তিনি জেলার নবীনগর উপজেলার বড়াইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে শান্তিনগর এলাকার নাজমুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মসজিদপাড়া এলাকার রেলক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে ছিনতাইয়ের সময় রাকিবকে হাতেনাতে ধরা হয়। তার কাছ থেকে একটি ধারালো ছুরি ও ছিনতাইকৃত তিনশত টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার রাকিব একজন চিহ্নিত ছিনতাইকারী বলে দাবি করেন ওসি। তার সহযোগীরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow