আক্কেলপুরে ‘চাকু’ মানিক গ্রেপ্তার, ধস্তাধস্তিতে পুলিশ কর্মকর্তা আহত

আতিউর রাব্বি তিয়াস, আক্কেলপুর প্রতিনিধি, জয়পুরহাটঃ
Jul 8, 2025 - 16:17
 0  2
আক্কেলপুরে ‘চাকু’ মানিক গ্রেপ্তার, ধস্তাধস্তিতে পুলিশ কর্মকর্তা আহত

জয়পুরহাটের আক্কেলপুরে ‘ভয়ংকর সন্ত্রাসী’ হিসেবে পরিচিত মানিক ওরফে চাকু মানিককে (২৮) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তারের সময় ধস্তাধস্তিতে আহত হয়েছেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রশিদুল ইসলাম।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মানিকের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মানিক আক্কেলপুর পৌর শহরের সাখিদারপাড়া এলাকার মন্টু মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা চেষ্টা, চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে জামিনে ছাড়া পেয়ে এলাকায় ফেরেন মানিক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিনি চাকু হাতে উপজেলা পরিষদ এলাকায় ঘোরাফেরা করছেন। খবর পেয়ে এসআই রাকিবুল ইসলাম ও এএসআই রশিদুল ইসলাম সেখানে গিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের পর মানিক পালানোর চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে আহত হন এএসআই রশিদুল। পরে স্থানীয়দের সহযোগিতায় মানিককে থানায় আনা হয়। আহত রশিদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল হায়দার জানান, রাত ৮টার দিকে পুলিশ সদস্য রশিদুল ইসলাম জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান।

আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, “মানিক একজন চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার সন্ধ্যায় তাকে দুটি চাকুসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ধস্তাধস্তিতে আমাদের এক সদস্য আহত হন। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow