সাউথইস্ট ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং এবং এটিএম বুথ এর উদ্বোধন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 30, 2025 - 16:43
 0  5
সাউথইস্ট ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং এবং এটিএম বুথ এর উদ্বোধন

ব্যাংকিং সেবা পেতে আর কিলোমিটারের পর কিলোমিটার পথ পাড়ি দিয়ে শহরে যাওয়ার ভোগান্তি রইল না। ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা বাজারের মানুষের জন্য উন্মোচিত হলো আধুনিক ব্যাংকিংয়ের নতুন এক দিগন্ত। স্থানীয় উদ্যোক্তা ইমদাদুল হক মিলনের হাত ধরে এই অঞ্চলে যাত্রা শুরু করল সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এবং একটি ২৪ ঘণ্টার এটিএম বুথ।

বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় ফরিদপুর-সালথা সড়কের পাশেই তাম্বুলখানা বাজারে এক আনন্দঘন পরিবেশে ফিতা কেটে এই নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাউথইস্ট ব্যাংকের ফরিদপুর অঞ্চলের প্রধান এমডি মুরাদ রহমান অরণ্য। তিনি তার বক্তব্যে বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে এবং ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই আমাদের এই প্রচেষ্টা।"

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তাম্বুলখানা কবি জসীম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, "এই উদ্যোগের ফলে এলাকার শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ উপকৃত হবে। এটি এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের পেছনের কারিগর, উদ্যোক্তা ইমদাদুল হক মিলন তার বক্তব্যে বলেন, "এখন থেকে তাম্বুলখানা বাজারের মানুষ পূর্ণাঙ্গ ব্যাংকিং সুবিধা পাবেন। আমাদের এটিএম বুথের মাধ্যমে টাকা জমা ও উত্তোলনসহ ২৪ ঘণ্টাই সেবা চালু থাকবে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করে তাদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতেই আমাদের এই পথচলা।"

এই এজেন্ট ব্যাংকিং ও এটিএম বুথ চালুর ফলে তাম্বুলখানা এবং এর আশেপাশের এলাকার স্থানীয় ব্যবসায়ী, কৃষক, প্রবাসী পরিবার এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের একটি চাহিদা পূরণ হলো। এখন থেকে তারা সহজেই টাকা জমা, উত্তোলন, অ্যাকাউন্ট খোলা, বিল পরিশোধসহ বিভিন্ন ব্যাংকিং সেবা নিজেদের এলাকাতেই সম্পন্ন করতে পারবেন, যা তাদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow