শ্রীনগর-দোহার সীমান্তে প্রবাহমান খালে দেয়াল নির্মাণ

মুন্সীগঞ্জের শ্রীনগর ও ঢাকার দোহার উপজেলার সীমান্তবর্তী পশ্চিম বাঘড়ায় একটি প্রবাহমান খাল দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। সৌদি আরবপ্রবাসী ফরহাদ শেখ নামের এক ব্যক্তি নিজেকে জমির মালিক দাবি করে খালের ওপর আরসিসি পিলার বসিয়ে দেয়াল তুলছেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, শ্রীনগর ও দোহার উপজেলার জল নিষ্কাশনের একমাত্র পথ এই খালটি। পদ্মানদী থেকে উৎপত্তি হয়ে খালটি বরিবরকোলা, খৈরখোলা, বালুরচক ও চিনারখোলা হয়ে আড়িয়াল বিলে মিলিত হয়। একসময় এই খালে ট্রলার, নৌকা চলাচল করত এবং পদ্মার মাছ এই পথেই আড়িয়াল বিলে আসত। এখন দেয়াল নির্মাণের ফলে পুরো পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে।
স্থানীয়রা জানান, খালটি দৃশ্যমান ও দীর্ঘদিনের প্রবাহমান হলেও কয়েক সপ্তাহ ধরে ফরহাদ শেখ ও তাঁর লোকজন আরসিসি পিলার বসিয়ে খাল দখল করে দেয়াল নির্মাণ করছেন। বিষয়টি নিয়ে সংবাদপত্রে একাধিকবার প্রতিবেদন প্রকাশ হলেও কাজ থামেনি। স্থানীয় ভূমি অফিস থেকে একাধিকবার নিষেধাজ্ঞা আসলেও কিছুদিন বন্ধ রেখে আবারও নির্মাণ কাজ শুরু করেছেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত ফরহাদ শেখ বলেন, “আমি আমার ক্রয়কৃত সম্পত্তিতে দেয়াল নির্মাণ করছি। এটা নিয়ে কারো আপত্তির কিছু নেই। ভূমি অফিসে গিয়ে খোঁজ নিন।”
এদিকে সহকারী কমিশনার (ভূমি) অফিসের কানুনগো হাবিবুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নকশায় দেয়াল নির্মাণস্থলে খালের কোনো অস্তিত্ব নেই, জমির শ্রেণী হালট লেখা আছে। খালটি রাস্তার পশ্চিম দিকে।”
তবে শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন বলেন, “বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
What's Your Reaction?






