র্যাব-পুলিশের অভিযানে কালকিনির হাতকড়াসহ পলাতক আসামি গ্রেফতার

মাদারীপুরের কালকিনি থানা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া দুই আসামির মধ্যে একজনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। গ্রেফতারকৃত ওই আসামির নাম আল আমিন সরদার। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কালকিনি থানা সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যায় কালকিনি পৌরসভার মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে রাশেদুল খান ও আল আমিন সরদার নামের দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ। কিন্তু থানায় নিয়ে যাওয়ার পথে আসামিদের সঙ্গীরা পুলিশের ওপর হামলা চালিয়ে দুই আসামিকে ছিনিয়ে নেয়। এরপর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অভিযান চলছিল।
অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব ও কালকিনি থানার যৌথ অভিযানে সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আল আমিন সরদারকে গ্রেফতার করা হয়। পরে তাকে কালকিনি থানায় আনা হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “ঘটনার পর থেকেই আমাদের অভিযান অব্যাহত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও বিস্ফোরক আইনে ১০টি মামলা রয়েছে।”
পলাতক অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।
What's Your Reaction?






