রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীসহ দুজনের মৃত্যু

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Aug 22, 2025 - 23:54
 0  7
রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীসহ দুজনের মৃত্যু

রাজশাহীতে প্রাণঘাতী ডেঙ্গুর থাবা থামছেই না। মৃত্যুর মিছিলে যোগ হলেন আরও দুজন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীসহ দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোরে ও সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা মো. আইয়ুব (২৫) এবং রাজশাহী মহানগরের শিরোইল মোল্লামিল এলাকার বাসিন্দা রাফিয়া বেগম (৫৫)।

বৃহস্পতিবার সন্ধ্যায় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গু পজিটিভ রাফিয়া বেগম গত ১৭ আগস্ট এবং আইয়ুব ১৯ আগস্ট হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর তাদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকলে দুজনকেই আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে জীবনের জন্য লড়ছিলেন তারা। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে রাফিয়া বেগম এবং সকাল ৭টা ৪০ মিনিটে আইয়ুব মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এই দুটি মৃত্যু নিয়ে চলতি বছর রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ছয়জনের প্রাণহানি ঘটল। হাসপাতালে এখনো বহু ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এই ঘটনায় রাজশাহী ও এর আশেপাশের এলাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ ও আতঙ্ক আরও বেড়েছে। একই সাথে মশা নিধনে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow