রাজশাহীতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
May 8, 2025 - 13:14
 0  3
রাজশাহীতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ

রাজশাহীর বিভিন্ন বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ। খালি হাতে বাজারে যাওয়া মানুষরা ফেরত আসছেন পলিথিনে ভর্তি মালামাল নিয়ে—যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

কিছুদিন আগে পলিথিন নিষিদ্ধে সচেতনতা বাড়লেও বর্তমানে সেই উদ্যোগ প্রায় অনুপস্থিত। অসাধু ব্যবসায়ীদের সুযোগ কাজে লাগিয়ে খোলামেলা ভাবেই বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগ। বর্ষায় এসব ব্যাগ ড্রেন ও নালায় জমে সৃষ্টি করে জলাবদ্ধতা, নষ্ট হয় রাস্তা, আর ক্ষতিগ্রস্ত হয় পরিবেশ।

পলিথিন সহজে নষ্ট না হওয়ায় তা মাটি ও পানির গুণগত মান নষ্ট করে। পোড়ালে সৃষ্টি হয় বিষাক্ত কার্বন মনোক্সাইড, যা বাতাস দূষণ করে। শহরের ড্রেনেজ ব্যবস্থায় বাধা সৃষ্টি ছাড়াও, এসব পলিথিন প্লাস্টিক বর্জ্য হয়ে নদী-নালা, খাল-বিল হয়ে পৌঁছে যাচ্ছে সমুদ্রেও।

এইসব বর্জ্য সামুদ্রিক জীববৈচিত্র্যকে হুমকিতে ফেলছে। মাছের মাধ্যমে ক্ষতিকর উপাদান মানবদেহেও প্রবেশ করছে, যা ক্যান্সারসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াচ্ছে।

তাই এখনই প্রয়োজন পলিথিন বর্জনের দৃঢ় পদক্ষেপ। আসুন, পলিথিনকে না বলি—পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow