নওগাঁয় রাস্তার পাশে পরিত্যক্ত ৮৪ প্যাকেট মাংস উদ্ধার

নওগাঁর বদলগাছী উপজেলার বিষ্ণপুর গ্রামে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ৮৪ প্যাকেট মাংস উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ব্রিজের পাশ থেকে এসব প্যাকেট উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বদলগাছী-আক্কেলপুর সড়কে চলার সময় তারা মাংসের প্যাকেটগুলো পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমায় কৌতূহলী জনতা।
মাংসগুলো পলিথিনে মোড়ানো ছিল, তবে কিসের মাংস তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকাজুড়ে দেখা দিয়েছে উদ্বেগ।
বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মাংসের প্যাকেট উদ্ধার করেছে। পরীক্ষার পরই জানা যাবে এগুলো কিসের মাংস।
What's Your Reaction?






