মে দিবসে ফরিদপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও র‍্যালি

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
May 1, 2025 - 16:39
 0  3
মে দিবসে ফরিদপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও র‍্যালি

মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়।

সকালে শহরের একটি স্থানে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. আবুল বাশার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা বদরুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ইমতিয়াজ উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এবং সহ-সভাপতি মোহাম্মদ শামীম আতাহার।

বক্তারা তাদের বক্তব্যে মহান মে দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন এবং অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত না করে কোনো সমাজ বা রাষ্ট্র এগিয়ে যেতে পারে না।

বক্তারা আরও বলেন, মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা থাকলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং তা দেশের অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করাবে। তারা দেশের উন্নয়ন এবং শ্রমিক কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow