বিজিবির সহায়তায় আত্মনির্ভরশীলতার পথে পাহাড়ের অসহায় পরিবার
রাঙ্গামাটির কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি) উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারগুলোর আত্মকর্মসংস্থানের লক্ষ্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লে. কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্ অসহায় পরিবারের সদস্যদের হাতে হাঁসের বাচ্চাগুলো তুলে দেন।
এই উদ্যোগের মাধ্যমে মোট ১০টি দরিদ্র পরিবারকে হাঁসের বাচ্চা প্রদান করা হয়, যা তাদের স্বাবলম্বী হওয়ার পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াগ্গাছড়া জোনের ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট মেজর এস. এম. আশিকুজ্জামান, এএমসি, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার, বিজিবির অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়দের মতে, পাহাড়ি এলাকায় হাঁস পালনের মাধ্যমে দরিদ্র পরিবারগুলো নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবে। বিজিবির এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
What's Your Reaction?
রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ